ছিন্নমস্তা মন্দির

K D Palace => Chhinnamasta Temple

দামোদর নদ ও ভৈরবী নদীর সঙ্গমস্থলে রাজারাপ্পা জলপ্রপাতের নিকটে আত্মত্যাগি, জীবনদাত্রী এবং জীবন গ্রহনকারী দেবীর মন্দির। দেবীমূর্ত্তী মানুষের মনে শিহরন জাগায়। বহু মানুষ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর থেকে এখানে জমায়েত হয় এবং মায়ের কাছে পূজা অর্পন করে। প্রবাদ আছে দেবী সন্তুস্ত হলে তার সুখ-সমৃদ্ধি ঘটে। বৌদ্ধধর্মের মানুষদের কাছে এটি অতি পবিত্র স্থান। উত্তরভারত ও নেপালের বহু মন্দিরে দেবীর পুজা হয়।