বিভুতিভুষন বন্দোপাধ্যায়ের বাড়ী

K D Palace => Bibhutibhusan Bondyapadhya’s House

আন্তর্জাতিক খ্যাতিলব্ধ পথের পাঁচালির স্রষ্টা, প্রকৃতি প্রেমিক বিভুতিভূষন বন্দোপাধ্যায়ের বাড়ী। তাঁর বিখ্যাত সাহিত্য সৃষ্টি “ইছামতী” রচনার জন্য ১৯৫১ সালে তাঁকে রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর দার্শনিক সুলভ সমাজ পর্যবেক্ষণ এবং সাহিত্য রচনা আমাদের কাছে সুপরিচিত হয় সিনেমার মাধ্যমে । পথের পাঁচালি (১৯৫৫) , অপরাজিত (১৯৫৬) , অপুর সংসার(১৯৫৯), বাক্সবদল(১৯৭০), অমরপ্রেম(১৯৭১), নিমন্ত্রন(১৯৭১), অশনিসংকেত(১৯৭৩), ফুলেশ্বরী(১৯৭৮), আলো(২০০৩), চাঁদের পাহাড়(২০১৩) । মাত্র ৫৬ বৎসর বয়সে এই কালজয়ী সাহিত্যিকের লেখনী স্তব্ধ হয়ে যায় ১লা নভেম্বর ১৯৫০ সালে । তিনি জন্মগ্রহণ করেন ১২ইসেপ্টেম্বর ১৮৯৪ সালে।