আমাদের অনুপ্রেরনা

    অমর কথা-সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যয়ের প্রিয় অরণ্য, পাহাড় ও নদী বেষ্টিত উড়িষ্যা ও পশ্চিম বাংলার সীমান্ত বর্তী অধুনা ঝাড়খন্ডের অর্ন্তভূক্ত গ্রাম গালুডি। সহজ, সরল ও আত্মীয়সুলভ মনোভাবের জন্য এখানকার অধিবাসীরা আজও আপনার দৃষ্টি আকর্ষণ করবে। শহরের কোলাহল মুখর ও একটানা ক্লান্তিকর জীবন থেকে যদি আপনি কয়েকটা দিনের জন্য মুক্তি পেতে চান, তাহলে কোলকাতা থেকে খুবই নিকটে রেলপথে ২২৩ কি.মি. এবং সড়ক পথে ২৩৫ কি.মি. দূরে বেড়িয়ে যেতে পারেন গালুডি ও তার সংলগ্ন অঞ্চলে। আর আপনি যদি প্রকৃতি প্রেমিক হন, তাহলে কোলাহলহীন দূষণমুক্ত বায়ু ও অরণ্যবেষ্টিত জীবন নিশ্চয়ই আপনাকে মুগ্ধ করবে। এখানকার জলবায়ু ও পানীয় জল আপনাকে সুস্থ ও সজীব করে রাখবে।
    গালুডি রেলস্টেশনের পাশে সুবর্ণরেখা নদীর কাছেই প্রায় ১৫ বিঘা জমির সাজানো বাগানের মধ্যে নবনির্মিত এই কে.ডি.প্যালেস, ঘরের মধ্যে বসে অরণ্যবেষ্টিত পাহাড়ের হাতছানি আপনি উপভোগ করতে পারবেন। পূর্ণিমার জ্যোৎস্নাস্নাত উন্মুক্ত প্রান্তরের মোহময়ী রূপ আপনাকে বারে বারেই আহ্বান করবে। প্রকৃতি এখানে অকৃপণ হাতে তার ডালা সাজিয়েছে। এখানে কাছাকাছি নিম্নলিখিত জায়গাগুলি আপনি নিরাপদে ঘুরে বেড়াতে পারবেন এবং প্রয়োজনে গাড়ীও ভাল পেয়ে যাবেন। দর্শনীয় জায়গার দূরত্ব এবং সংক্খিপ্ত বিবরণ দেওয়া হলো।

    Browse Tours

     

     

    bbb