দুয়ারসিনি

K D Palace => Duarsini

গহন অরণ্যবেষ্টিত সবুজ পাহাড়। অরণ্যে রয়েছে শাল, সেগুন, মহুয়া, পিয়াস, আসান, কুসুম, রহড়া, বহেড়া, হরীতকী, নিম, আমলকী এবং আরও বহু জানা অজানা গাছ। পাশ দিয়ে বয়ে চলেছে দুয়ারসিনি বা সাতগুড়ুম নদী কুলকুল রবে। আকাশ বাতাস পাখির কলতানে মুখরিত। বিস্তীর্ণ সবুজ উপত্যকা, আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ। চোখেরও প্রশস্তি এবং মাঝে মাঝে তুলিতে আঁকা ছবির মত ছোট ছোট আদিবাসী গ্রাম। প্রকৃতি প্রেমিক মানুষের কাছে এটা একটা আদর্শ জায়গা। যাদের শরীরে সামর্থ আছে এখান থেকে ট্রেকিং করে কাঁকড়া মোড়, কুইনা পাল ও নান্না প্রভৃতি জায়গায় যেতে পারেন। দুয়ারসিনিতে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর নির্মিত ও পরিচালিত কটেজগুলিও সৌন্দর্য-প্রীতির পরিচয় দেয়। নিজস্ব গাড়ীতে সরাসরি পৌঁছে যেতে পারেন দুয়ারসিনি অথবা লোকাল বাসে (গালুডি হইতে ছাড়ে) নরসিংপুর যাবেন। সময় নেবে মাত্র আধ ঘন্টা। নরসিংপুর থেকে দুয়ারসিনি মাত্র ২ কি.মি. পায়ে হাঁটা পথ। দুপাশে শাল-সেগুনের জঙ্গল, মাঝখানে লাল পাথুরে মাটির রাস্তা। পথে সাতগুড়ুম নদী পেরোতে হবে। নদীর উপর কংক্রিটের ব্রীজ পেরিয়ে অজানাকে জানার ও চেনার প্রবল ইচ্ছা নিয়ে আপনি সেই বিখ্যাত পথের পাঁচালীর অপুর মত পৌছেঁ যাবেন নয়নভিরাম পাহাড় ঘেরা এই সবুজ উপত্যকা দুয়ারসিনির কোলে।