দশম ফলস্‌

K D Palace => Dassam Falls

মুন্ডারী ভাষায় আগের নাম ছিল দাঃসং। দা মানে জল এবং সং মানে পোরা। বর্তমান নাম দশম ফলস্‌ কিন্তু মুন্ডা উপজাতির লোকেরা এখনও বলে দাঃসং। প্রকৃতির আপন খেয়ালে সৃষ্ট সুবর্নরেখার বাহু কাঞ্জি নদীর জলধারা ১৪৪ ফিট উচ্চতা থেকে দশটি ধারায় ভয়ঙ্কর গর্জন করে অবিরাম পড়ে চলেছে। দশম ফলস এর জল অত্যন্ত পরিস্কার। এই জলধারা দর্শনার্থীদের ভীষন ভাবে আকর্ষন করে এবং এখানকার জলে নামা অত্যন্ত বিপদজনক।